www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2025 5:57 am

বেলপাতা প্রতিটি পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা ছাড়া পুজোই হয়না ৷

বেলপাতা প্রতিটি পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা ছাড়া পুজোই হয়না ৷ বেলপাতার অনেক ঔষধি গুণাগুণ আছে ৷ তবে জানেন কি ? যে কোনও পুজোতেই বেলপাতা সব সময়েই তিনটি করে দরকার হয়ে থাকে ৷ এর পিছনে একটি গভীর কারণ আছে ৷ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বেলপাতায় অবস্থান করেন বলেই তিনটি বেলপাতা একসঙ্গে না থাকলে যেকোনও পুজোই সম্ভব হয়না ৷ পুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ছাড়া কোনও কিছুই সম্ভব হয়না, হয়না কোনও পুজোও ৷ পুরাণ মতে ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু প্রতিপালন ও মহেশ্বর অর্থাৎ ভগবান শিব ধ্বংস করে ৷ সৃষ্টি, প্রতিপালন ও ধ্বংস জীবনের এই তিন সত্যি, এই নিয়েই জীবন ৷ 

তাই বেলপাতা তিনটি একসঙ্গে নিয়েই সম্পন্ন হয়ে থাকে ষোলোকলা ৷ বেলপাতা সব পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা শুধুই পুজোয় প্রয়োজন হয় তাই নয় ৷ বেলাপাতার অনেক ওষুধের গুণাগুণ বর্তমান ৷ বেলপাতা যদি খাওয়া যায় কমতে পারে সর্দিকাশি ৷ এছাড়াও ক্যনসার ছাড়া একাধিক মারণ রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই বেলপাতাতেই ৷ বেলপাতা ষড়রিপুর এর রিপুকে বিশেষত নিয়ন্ত্রণ করে থাকে বেলপাতা ৷ সর্বোপরি যেখানে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বিরাজ যেখানে, সেখানে অত্যন্ত সহজেই মানুষের মধ্যে এক রক্ষাকবচ তৈরি করে ৷

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *